Daily Frontier News
Daily Frontier News

পটুয়াখালীতে ষষ্ঠ জনশুমারী ও গৃহগননা উদ্বোধন…

 

 

মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ

  • সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও “জনশুমারিত তথ্য দিন; পরিকল্পিত উন্নয়নেঅংশ নিন” এ শ্লোগান নিয়ে প্রথম তিজিটাল জনশুমারী ও গৃহগণনা শুরা করা হয়েছে।
    আজ ১৫ জুন বুধবার সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় ভবনের সামনে বঙ্গবন্ধু তোড়ন’এ আকাশে রং-বেরংয়ের বেলুন উড়িয়ে জনশুমারি ও গৃহগননা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পরিসংখ্যান অধিদপ্তরের উপ- পরিচালক ও জেলা জনশুমারী সমন্বয়কারী -১ মোঃ হাবিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জনশুমারী সমন্বয়কারী মোঃ তুহিন ফরাজী, পৌর এলাকার জোনাল অফিসার অমিতাভ রায়সহ সুপারভাইজার ও গণনাকারীবৃন্দ। পরে শহরে এক বর্ণাঢ্য র্্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভা চত্বরে এসে র্্যালী শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পরিসংখ্যান অধিদপ্তরের উপ- পরিচালক ও জেলা জনশুমারী সমন্বয়কারী -১ মোঃ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে তথ্য সংগ্রহ করে জনশুমারি ও গৃহগননা সফল করার জন্য সুপারভাইজার ও গণনাকারীদেরসহ সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানান।
    এছাড়া ১৪ জুন দিবাগত রাত ১২.০১ মিনিট সময় পটুয়াখালী সদর লঞ্চ টার্মিনালসহ জেলার ৩৩ টি জোনে ভাসমান শুমারি কার্য়ক্রম পরিচালনা করা হয়েছে বলে সদর উপজেলা জনশুমারী সমন্বয়কারী মোঃ তুহিন ফরাজী জানান।
    প্রকাশ, পটুয়াখালী জেলায় ৬৮৪ জন সুপারভাইজারসহ ৪,৫৭৪ জন গণনাকারী জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম পরিচালনা করবেন বলে উপজেলা শুমারী সমন্বয়কারী তুহিন ফরাজী জানান। এ শুমারি চলবে ২১ জুন পর্যন্ত।
Daily Frontier News