Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে প্রেস ব্রিফিংএ ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত ঘোষণা

 

 

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ভুমিহীন-গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ভুমিহীন ও গৃহহীণ মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ মার্চ ২০২৩ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলায় ২৫৪ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
এদিন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় (৩য় ও ৪ র্থ দাপে) কুন্ডা ইউনিয়নে ১৮ টি, ফান্দাউক ইউনিয়নে ১১ টি, হরিপুর ইউনিয়নে ২১, বুড়িশ্বর ইউনিয়্নে ১৪৮ টি, গোকর্ণ ইউনিয়নে ২০ টি, চাপড়তলা ইউনিয়নে ১৬ টি ও গুণিয়াউক ইউনিয়নে ২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মোট ২৫৪ টি ঘর হস্তান্তর করা হবে।
গৃহহীণ প্রকল্পের আওতায় নাসিরনগর উপজেলা প্রথম পর্যায়ে ৯১ টি, দ্বিতীয় পর্যায়ে ৩১ টি, তৃতীয় পর্যায়ে ৪৯০ টি, চতুর্থ পর্যায়ে ৩৯ টি পরিবারসহ মোট ৬৫১ টি পরিবারকে পুর্ণবাসন করা হয়। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন সচিব, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ।

Daily Frontier News