দৈনিক ফ্রন্টিয়ার নিউজ :
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ২৮ জুলাই ২০২২ রাতে এক শোক বার্তায়, দৈনিক দেশ রুপান্তরের সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেনএবং পরিবার ও তার সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, অমিত হাবিব একজন সৃজনশীল সাংবাদিক ছিলেন, তারা লেখনীতে রাষ্ট্র-সমাজের অসংগতির কথা জোরালো ভাবে উঠে আসত । নির্ভিক সাংবাদিক অমিত হাবিবের কলম সত্য ও ন্যায়ের কথা বলত। তারা বলেন, বাংলাদেশের গণমাধ্যমের জগত অমিত হাবিবের অভাব সহজে পুরনীয় নয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics