রবিউল ইসলাম নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধিঃ-
সারা বাংলাদেশের মোট ৩৪ টি জেলায় একযোগে SEF ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার মাঝামাঝি নির্ধারিত তিনানী বাজার শাখা শাহীন স্কুল SEF ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার কেন্দ্র, সেই ধারাবাহিকতায় (১লা নভেম্বর) রোজ শনিবার দুই ধাপে শাহীন শিক্ষা পরিবার টাঙাইল এর শাহীন ক্যাডেট স্কুল তিনানী বাজার শাখায় ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা সহ শেরপুর জেলার প্রায় ১২০ এর অধিক সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থী রেজিষ্ট্রেশনের মাধ্যমে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়।প্রথম সকাল শিফট (৪র্থ ও ৫ম) শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সকাল ৮:৩০ থেকে শুরু হয়। এবং দ্বিতীয় দুপুর শিফট ( ১ম থেকে ৩য়) শ্রেণির পরীক্ষার্থীদের দুপুর ১২:০০ টা থেকে শুরু হয়।
তিনানী শাখা শাহীন স্কুলের কেন্দ্র পরীক্ষার হলে, হল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন,মোট ২৫ জন শিক্ষক-শিক্ষিকা।
উক্ত পরীক্ষার কেন্দ্র সচিব পদে দায়িত্বে ছিলেন মোঃ সোহেল রানা
সহকারী শিক্ষক, ঝিনাইগাতী দারুল ইসলাম আলিম মাদ্রাসা, ঝিনাইগাতী এবং হল সুপার এর দায়িত্বে ছিলেন কৃষি প্রশিক্ষক আমিনুল ইসলাম। তাদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় SEF ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা। কেন্দ্র সচিব বলেন আমরা কেন্দ্র পরিদর্শন করে দেখেছি, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ নিয়ম মেনে কাজ করছেন, পরিবেশও অত্যন্ত সুন্দর ও নিরাপদ।
অভিভাবক নিয়ন্ত্রণ এবং পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সুষ্ঠুভাবে সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন ঝিনাইগাতী মডেল থানার দুই সদস্য বিশিষ্ট একটি পুলিশ টিম।
শাহীন ক্যাডেট স্কুল তিনানী বাজার শাখার শাখা পরিচালক খাইরুল ইসলাম বলেন- “শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিযোগীতার বিকল্প নেই এটিকে চিরন্তন সত্য ধরেই শাহীন শিক্ষা পরিবারের এই ক্ষুদ্র প্রয়াস যার মূল উদ্দেশ্য হলে শিক্ষার্থীদের মেধার পাশাপাশি যুগউপযুক্ত প্রতিযোগীতাপূর্ণ শিক্ষার প্রসার ঘটানো।”
উক্ত শাখার অপর শাখা পরিচালক মুজিবুল ইসলাম বলেন-“এই বৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের সনাক্ত করে তাদের প্রাপ্য স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়ার জন্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে বড় লক্ষ্য অর্জনে উৎসাহিত হবে। বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা, মেধা বিকাশ ও গুণগত মান উন্নয়ন।”
সম্মানিত অভিভাবকদের মুখে এক অচেনা সুখ বিরাজমান ছিলো তাদের সাথে কথা বলেছি তাদের অভিব্যাক্তি ছিলো এমন- “পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে—কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। আশা করি, এ বছরের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।”
উল্লেখ্য যে এই বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী পাবেন একটি আকর্ষণীয় কম্পিউটার সেট এবং প্রত্যেক শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন যথাক্রমে নগদ ৫০০০, ৩০০০ ও এক হাজার টাকা। এছাড়াও শ্রেণীতে অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর ৮ পার্সেন্ট ট্যালেন্টপুল ও ১২% সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্রেস্ট ও মহামূল্যবান সার্টিফিকেট প্রদান করা হবে।
এছাড়াও ফলাফল প্রকাশিত হবে ২০ ডিসেম্বর, শনিবার দুপুর ১২:০০ ঘটিকায়। ফলাফল পেতে চোখ রাখুন শাহীন ক্যাডেট স্কুল বাজার শাখার ফেসবুক পেইজ ও শাহীন শিক্ষা পরিবারের ওয়েবসাইট প্রকাশিত হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics