Daily Frontier News
Daily Frontier News

জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীপুরে আওয়ামীলীগের শোক র‍্যালী

 

স্টাফ রিপোর্টার:

 

গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ্যাড.জামিল হাসান দুর্জয়। শোকর‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।)বুধবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উপজেলার মাওনা চৌরাস্তায় বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় অর্ধলক্ষাদিক নেতাকর্মীরা জড়োহয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে শোকর‌্যালী করেন। এসময় উড়াল সেতুর নিচে এক সংক্ষিপ্ত পথসভা করা হয়। গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ্যাড. জামিল হাসান দুর্জয়। এসময়ে আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ফরিদ আহম্মেদ চুন্নু,শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ কামরুল হাসান, কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চান মিয়া,ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান রাজিব,নঈমুর রহমান, শাকিবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ শোকর‌্যালীতে উপস্থিত ছিলেন।

Daily Frontier News