Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটের সাতছড়ি বনে ময়না পাখি অবমুক্ত

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

 

চুনারুঘাটে সাতছড়ি বনে ময়না পাখি অবমুক্ত করা হয়েছে।
৩ নভেম্বরে বিকালে কালো রংয়ের ময়না পাখিটি অবমুক্ত করা।
পাখিটি গত ১০ দিন আগে চুনারুঘাট উপজেলার চন্ডি চা বাগান এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে সাতছড়ি বন বিভাগের রেঞ্জার আনোয়ার হোসেন। পাখিটি কে ১০ দিন রেসকিউ করে অবমুক্ত করা হয়। সাতছড়ি বনের রেঞ্জার আনোয়ার হোসেন বলেন ময়না পাখি সাধারণত ফলমূল খেয়ে বাঁচে, তাদের প্রধান খাদ্য হচ্ছে আপেল, কলা জাতীয় বিভিন্ন ফল।ময়না পাখি অন্যান্য পাখিদের মত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে না। পাখিটির বয়স আনুমানিক (৬) মাস।এবিষয়ে সাতছড়ি সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন আমাদের সাতছড়ি বনে এ জাতীয় পাখি খাবারের বিভিন্ন ফলমূল পর্যাপ্ত ব্যবস্থা থাকায় পাখিগুলি দীর্ঘদিন ধরে সাতছড়ি বনে টিকে আছে। কথা স্হানীয় গণমাধ্যম কর্মী আব্দুল জহির মিয়ার সাথে তিনি বলেন সাতছড়ি বনে পর্যাপ্ত পরিমাণ কলা গাছসহ বিভিন্ন ফল মূলের গাছ রুপন করা অতি প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা থাকলে ময়না জাতীয় পাখিগুলি সাতছড়িত বনের টিকে থাকবে বলে ধারণা করি। ময়না পাখি অবমুক্তের সময় উপস্তিত ছিলেন সহ ব্যাবস্থাপনা কমিটির কোষাধক্ষ্য আব্দুল আহাদ,দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজু।

Daily Frontier News