চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
প্রতিবেশি দেশ ভারত থেকে বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ দিয়ে চলতি মাসে চাল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম হলেও ৮০ মেট্রিক টন চাল জব্দ করেছে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস। গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আমদানী করা বস্তায় সাধারন চালের আড়ালে ভিন্ন চাল আমদানী করা হয়েছে সন্দেহে চালগুলো আটক করে কাস্টমস।
এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার ওমর মবিন বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি অক্টোবর মাসের ২৩ তারিখ শুধুমাত্র সাধারন চাল লিখে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো স্টিকার ছাড়াই প্রায় ৮০ মেট্রিক টন চাল আমদানি করে শশী ট্রেডার্স। এতে সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হলে চালগুলো জব্দ করে নমুনা সংগ্রহ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠানো হয়। পরে গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কুয়েট প্রেরিত রিপোর্টে আমদানীকৃত ৮০ মেট্রিকটন চাল কোন সাধারন চাল নয় বরং তা ভারতীয় বাসমতি চাল বলে উল্লেখ করা হয়। প্রেক্ষিতে শশী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের আমদানীকৃত চাল জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, শশী ট্রেডার্স সাধারন চাল ট্যাগ লাগিয়ে যে চাল আমদানী করেছে তা আসলে ছিল ভারতীয় বাসমতি চাল। বাসমতি চাল আমদানিতে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠান কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে সাধারণ চাল বলে বাসমতি চাল আমদানি করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ###
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics