Daily Frontier News
Daily Frontier News

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের জাতীয় শোক দিবস পালন

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি:-

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বিশ্ব নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় গাজীপুরস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের শহীদ আহসান উল্লাহ মাস্টার হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র সভাপতি মো: আতাউর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, দি ডেইলী পিপলস লাইফের সম্পাদক ও সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এম.এ বারি, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়নের কালীগঞ্জ ইউনিট চিফ আব্দুল গাফ্ফারসহ সাংবাদিক ইউনিয়নের সদস্য যথাক্রমে মোঃ খোরশেদ আলম, আবিদ হোসেন বুলবুল ও কাজী মকবুল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, কন্ঠ বাণীর সম্পাদক মোঃ জানে আলম, সাংবাদি কামাল হোসেন বাবুল, মুন্নি খানম, আব্দুর রহমান, মেহদী হাসান বিপ্লব, বিপ্লব বৈরাগী, রেজাউল করিম, শাজাহান মিয়াসহ গাজীপুর সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।

Daily Frontier News