এখন আল মাহমুদের সময়
এখন মুক্তচিন্তা চর্চার সময়।
“পরাজিত হয় না কবিরা। ” 🖊️ আল মাহমুদ
বাংলা সাহিত্যের অসংখ্য কবি লেখকের দাবির প্রেক্ষিতে আজ বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার উদ্বোধন হয়ে গেল। যেখানে নিয়মিত আড্ডা / নামমাত্র মূল্যে অনুষ্ঠান আয়োজনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের নামে বাংলা একাডেমির যেকোনো একটা ভবনের নামকরণ অথবা একটা সেমিনার কক্ষ এ দাবি ছিল আমার, এ দাবি ছিল সাহিত্যিকদের, এ দাবি ছিল সাহিত্যের সেবকদের। আজ সে দাবি পুরন হল।
বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় ‘আল মাহমুদ লেখক কর্নার’- উদ্বোধন সাহিত্য প্রেমী ও সাহিত্য সংগঠনগুলোর জন্য একটা দারুণ সুখের খবর। “আল মাহমুদ লেখক কর্নার” যেন একের ভিতর দুই। এতে রয়েছ লেখকদের আড্ডাস্থল ও সেমিনারের জন্য শীতাতপনিয়ন্ত্রিত আলাদা পরিসর।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বেশ কয়েকটি সেমিনার কক্ষ থাকলেও লেখকদের আড্ডার জন্য এতদিন নির্দিষ্ট কোনো কক্ষ / জায়গা ছিলনা। বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক অধ্যাপক মোঃ আজম ফিতা কেটে হাজারো কবি লেখকের মনের সুপ্ত চাওয়ার সফল পরিসমাপ্তি ঘটালেন। এর জন্য সংশ্লিষ্ট সংকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় পঞ্চাশ আসনের শীতাতপনিয়ন্ত্রিত সেমিনার কক্ষ ( সাউন্ড সিস্টেমসহ) নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠান ইত্যাদির জন্য বরাদ্দ নেওয়া যাবে। এতে আরো বলা হয়, লেখক আড্ডার কক্ষ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ( ছুটির দিন ব্যতীত) লেখকদের জন্য উন্মুক্ত থাকবে।
লেখক: নন্দিত কবি ও গবেষক
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics