পিরোজপুর জেলা প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পিরোজপুরের ইন্দুরকানীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। ইন্দুরকানী উপজেলার মাধ্যমিক পর্যায়ের মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম ও ১০ শ্রেণিতে অধ্যয়নরত ৭২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।
১০ এপ্রিল (সোমবার) সকালে পরিসংখ্যান অফিস ও উপজেলা প্রশাসন ইন্দুরকানীর উদ্যোগে উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার জনাব লুৎফুন্নেসা খানম এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ এনামুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ইন্দুরকানী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics