প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেনঃ-
ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ :
আজ শনিবার (৪ অক্টোবর) থেকে সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজনা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই সময়ে দেশের সব নদনদীতে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বাজারে ইলিশ বিক্রি, পরিবহন ও মজুদ করাও আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, মা ইলিশ সংরক্ষণে এই উদ্যোগের ফলে প্রতিবছর ইলিশের উৎপাদন বাড়ছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
এদিকে, নিষেধাজ্ঞার সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকার চালসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে। জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা কার্যকর করবে বলে জানানো হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics