প্রেস বিজ্ঞপ্তি
১০ই জুন ২০২৩ইং
. ১০ই জুন ২০২৩ইং শনিবার বিকাল ৫-৩০টায় চৌমুহনী পাইলট হাইস্কুল মাঠে সিরাজুল আলম খানকে মুক্তিযোদ্ধা হিসাবে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ মূর্ছনার সাথে গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শণ করে।
. এরপর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন আ স ম আবদুর রব, নাজমুল হক প্রধান, নুরুল আখতার, শফিউদ্দিন মোল্লাহ, আব্দুল্লাহিল কাইয়ূমসহ জাসদ, জেএসডি, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
. সন্ধ্যা ৭টায় আলমপুরে সিরাজুল আলম খানের পৈত্রিক নিবাস সাহেব বাড়িতে পারবারিক বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এরপর জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বার্তাপ্রেরক-সাজ্জাদ হোসেন, দফতর সম্পাদক
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics