Daily Frontier News
Daily Frontier News

শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন পালিত

 

 

      শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেল প্রতিনিধি।

 

পটুয়াখালী জেলা বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ রাসেল জন্মদিন। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ”শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

আজ (১৮অক্টোবর) মঙ্গলবার পটুয়াখালী জেলার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা চত্বরে শেখ রাসেল এর স্বরণে দোয়া, প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা নির্বাহী কর্মকর্তা এর সভাপতিত্বে পটুয়াখালী অফিসার্স ক্লাবে আলোচনা সভার আযোজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান

অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা শহ আরো অনেক (সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক লীগের সভাপতি সহ বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই, শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

Daily Frontier News