(প্রেস বিজ্ঞপ্তি)
. জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মহান মে দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমিক, কর্মচারী, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার সংগ্রামের সাথে একাত্মতা ও সংহতি জ্ঞাপন করেছেন। তারা বলেন, মহান মে দিবস সকল ধরনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মুক্তিকামী মানুষের সংগ্রামের আলোকবর্তিকা। তারা বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত সর্বজনীন মৌলিক অধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। তাঁরা প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক, শহর-গ্রাম, মালিকানা নির্বিশেষে সকল কলকারখানা, শিল্প, উৎপাদনকারী প্রতিষ্ঠান, খামার, কৃষি, গৃহকর্মে নিযুক্ত শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়নে সংগঠিত হবার পথে সকল বাধা অপসারণ করার দাবি জানান। তারা শ্রমিক বাঁচার মত মজুরি নিশ্চিত করিতে জাতীয় ন্যুনতম মজুরি ঘোষণার দাবি জানান। তারা শিল্প কলকারাখানাগুলিতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ঐক্য, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন এবং শ্রমিক শ্রেণীর পক্ষে রাজনৈতিক শক্তি ও নেতৃত্বের বিকাশই শ্রমিকদের জন্য মানবিক জীবনের নিশ্চয়তা ও শোষণ-বৈষম্যমুলক সমাজ ব্যবস্থা পরিবর্তণের একমাত্র পথ।
. অনুরুপ এক বিবৃতি দিয়েছেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
. কর্মসুচি
জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ আগামকাল ১ মে ২০২৩ সোমবার সকাল ১০টায় জিপিও’র সামনে ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের নীচে জাসদ চত্বরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল করবে। জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
. সমাবেশে আরও বক্তব্য রাখবেন জাসদ ও শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করবেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
মিডিয়া কাভারেজের অনুরোধ
বরাবর
বার্তা সম্পাদক/বার্তা পরিচালক/প্রধান বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এ্যাসাইনমেন্ট এডিটর
বিষয়: জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ আগামকাল ১ মে ২০২৩ সোমবারবার সকাল ১০টায় জিপিও’র সামনে ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের নীচে জাসদ চত্বরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিলে একজন প্রতিবেদক/ সংবাদদাতা ও একজন আলোকচিত্র সাংবাদিক/ ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ।
. সহমর্মীষু,
সংগ্রামী শুভেচ্ছা জানবেন।
জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ আগামকাল ১ মে সোমবার সকাল ১০টায় জিপিও’র সামনে ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের নীচে জাসদ চত্বরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল করবে। জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
. সমাবেশে আরও বক্তব্য রাখবেন জাসদ ও শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করবেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
. অনুগ্রহপূর্বক আগামীকাল জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ আগামকাল ১ মে ২০২৩ সোমবার সকাল ১০টায় জিপিও’র সামনে ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের নীচে জাসদ চত্বরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিলে আপনার বহুল প্রচারিত ও দর্শকনন্দিত জাতীয় দৈনিক/টেলিভিশন চ্যানেল/বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক/ সংবাদদাতা ও একজন আলোকচিত্র সাংবাদিক/ ক্যামেরা ক্রু পাঠিয়ে বাধিত করবেন। ধন্যবাদ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics