মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
“মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় সোমবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন,আর্থিক অনুদান প্রদান করা হয় এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা
বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ইসরাত জেরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পল্লী বিদুৎ সমিতির -২ এর ডিজিএম হাফিজ উদ্দিন, জ্যাইকার সম্বয়ন কারী মোঃ সফি উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা সাবরেজিস্টার রাজেশ চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন সুবিধা ভোগীদের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান প্রদান করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics