Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, মিলাদ মাহফিল, দোয়া আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, মিলাদ মাহফিল, দোয়া আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড আবুল হাসেম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এবং পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু,উপজেলা প্রকৌশল আলিফ আহমেদ অক্ষর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড.মাহবুব রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোরশেদ মুরাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইসরাত জেরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারোয়ার, সাব রেজিস্ট্রার শ্রী রাজেস চক্রবতী, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজ কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা তুজ জোহরা সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রোহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মােঃ আবদুর রহিম। পরে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান এমপি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Daily Frontier News