Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের আয়োজন বঙ্গবন্ধুর পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ন,বৃক্ষ রোপণ

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

শুক্রবার (৫ আগষ্ট) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেনের ৭৩ তম জন্ম বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ।
বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নেতৃত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন এবং বিনা মূল্যে চারা গাছ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, বুড়িচং থানার এস আই বালাই চন্দ্র দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ইসরাত জেরিন, উপজেলা বন কর্মকর্তা মোঃ লুতফুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

Daily Frontier News