সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার ১১ টায় শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে এর আগে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, দফতর সম্পাদক এহতেশাম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্র লীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা আক্তারসহ দলীয় নেতাকর্মীরা।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics