ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
“মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায়
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম
জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ
উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা
বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে
পবিত্র কোরআন পাঠ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন। উপস্থিত ছিলেন থানার
অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাছান,
মৎস্য কর্মকর্তা জয় বণিক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সমবায় কর্মকর্তা
মাঈন উদ্দিন হাছান, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক,
মাধবপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে সাতজন নারীকে সেলাই মেশিন ও
অসহায়কে নগদ অর্থ বিতরন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা
মুজিবের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম
মাওলানা মোবারক হোসেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics