Daily Frontier News
Daily Frontier News

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

 

 

মোঃ নাসির উদ্দিন গলাচিপা, পটুয়াখালী

 

আজ অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল আটটায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌর মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মোরালে মাল্যদান করেন। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা, কবিতা আবৃতি ও বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Daily Frontier News