Daily Frontier News
Daily Frontier News

বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

 

স্টাফ রিপোর্টার

 

অদ্য ২৫শে আগস্ট ঢাকা সেগুনবাগিচাস্থ জাতীয় শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হল রুমে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম।কোহিনুর আক্তার মিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মজীবন নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন বক্তাগণ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ ফারুক হোসেন, স্থায়ী কমিটির চেয়ারম্যান শাজাহান মোল্লা, যুগ্ম মহাসচিব এডভোকেট আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক খোঃ মাসুদুর রহমান দিপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক লায়ন হেলাল উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক হাসান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আজিম উদ্দিন সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ প্রমুখ।

Daily Frontier News