বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ-
বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ আমরা বাঙ্গালী ও স্বাধীন বাংলাদেশের নাগরিক। বাঙালি, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ একি সূঁত্রে গাঁথা। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তাগন উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ সরকারী জে, কে হাই স্কুল অডোডিয়ামে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গতি গবিন্দ দাশের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনানুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু ইউসুফ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ও রিজভী আহমেদ খালেদ, সহ দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি আব্দুল খালিক, করগাও ইউনিয়ন আওয়ামী সভাপতি বজলুর রহমান, দীঘলবাক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ছালিক মিয়া ও অন্জন পুরকায়স্থ , পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অহি দেওয়ান চৌধুরী, নবীগঞ্জ সদর ইউ/পি চেয়ারম্যান ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ সাহনুর আলম চানু, সাবেক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, বর্তমান সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারুক মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমদ বেলাল ও পৌর শ্রমিকলীগের সভাপতি হাবিবুর রহমান মিলন প্রমুখ আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী সহ ৭০ জন এমপি’র কপাল পুড়ল নামে একটি বিভ্রান্তি মূলক মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রচার করে সমাজ সহ আওয়ামীলীগের এর অভ্যন্তরে একটি কুচক্রী মহল তাদের ঘৃণ্য ফায়দা হাসিলের যে অপতৎপরতা ও প্রপাগান্ডা ছড়িয়ে আসছে এতে করে সভার সকল বক্তা ক্ষোভ প্রকাশ সহ সরকার এবং আওয়ামীলীগের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানান। সভায় বক্তাগন আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল মিথ্যা ষড়যন্ত্র ও দেশবিধ্বংসী কার্যক্রম প্রতিরোধে মুজিব সৈনিকদের ঐক্যবদ্বতার বিকল্প নেই। সভাশেষে কেককেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics