Daily Frontier News
Daily Frontier News

পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কালাম আজাদের জানাজার নামাজ আদায়

 

স্টাফ রিপোর্টার

পাবনা ঈশ্বরদী পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কালাম আজাদ এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় পাকশীর আমতলা রেলওয়ে ফুটবল মাঠ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে পাকশীর রেলওয়ে কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী, এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং তিন তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জি য়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কার্যকরী সদস্য সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকারসহ কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আঃ রাজ্জাক ফিরোজ, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিনুর রহমান স্বপন, বিএনপির নেতা রবিউল ইসলাম রবি, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, ফেলা মন্ডল, আশরাফুল ইসলাম দিপু,  আলহাজ্ব মোঃ ফুল জুয়েল, ঈশ্বরদী পৌর যুবদলের সদস্য সচিব কেএম সাজেদুজ্জামান জিতু, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান কল্লোল, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা রাশেদুল ইসলাম রিপন, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা সাব্বির হাসান সাইদুল, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা সাইদুর রহমান সাঈদ, ঈশ্বরদী  উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহামুদ হাসান সোনামনি, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক চয়ন সরদার, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রিংকু শেখ, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা মেহেদী হাসান রনি ফকির, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা জহুরুল ইসলাম জুই, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা এনামুল হক জসিম শেখসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এসময় দলীয় ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুম আব্দুল কালাম আজাদের কফিনে ফুলেল তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। উল্লেখ্য, ১৯৯৪ সালে (২৩ সেপ্টেম্বর) ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন  বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ,  বোমা নিক্ষেপ ও হামলার মামলায় রায়ে আসামি হিসেবে আবুল কালাম আজাদ যাবজ্জীবন কারাদন্ড  সাজা ভোগ করছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। আবুল কালাম আজাদ এর ছোট ভাই আলম জানান, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে কারা কতৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Daily Frontier News