সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ৫ আগস্ট ২০২২ সকালে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেনের সভাপতিত্বে শেখ কামাল এঁর জীবনী বিষয়ক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে যুক্ত হন, সংসদ সদস্য ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকারের, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics