আঃ ছাত্তার মিয়া নরসিংদীঃ-
দলিল লেখক জনতা গড়ে তোল একতা নরসিংদী সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক প্রয়াত মোঃ শহীদুল্লাহ সরকার ও আফতাব উদ্দিন এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল গতঃ তারিখ ২০/০৯/২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান অতিথি: আলহাজ্ব কামরুজ্জামান কামরুল
সাবেক মেয়র নরসিংদী পৌরসভা সভাপতি: শহর আওয়ামীলীগ ও প্রধান উপদেষ্টা নরসিংদী সদর দলিল
লেখক সমিতি।
বিশেষ অতিথি:এস.এম মোস্তাফিজুর রহমান, স্যার সদর সাব রেজিস্ট্রার, নরসিংদী।
সভাপতি: আলহাজ্ব নূর আলম ভূঁইয়া, সভাপতি: বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতি।
আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর দলিল লেখক সমিতি
আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির
সদস্য সচিব মোঃ মামুন ভূঁইয়া
সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ ইবনে রহিছ মিঠু ) চেয়ারম্যান আমদিয়া ইউনিয়ন পরিষদ ।
উপদেষ্টা মন্ডলী সদস্য আলহাজ্ব আতাউর রহমান ভূঁইয়া সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন নান্নু মোল্লা
মহাফেজ খানার সভাপতি সাখাওয়াত হোসেন কাজল সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ।
সঞ্চালনায় মোকসেদুল হক ভূঁইয়া মানিক ।
আয়োজনে নরসিংদী সদর দলিল লেখক সমিতি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics