Daily Frontier News
Daily Frontier News

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ

 

মানিকগঞ্জে নানা আয়োজনে  পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে  বঙ্গ  বন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  করেন জেলা প্রশাসক মুহাম্মদ  আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিভিল সার্জন মোঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী,  জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা,  গড়পাড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক  রাজা, জেলা পরিষদের সদস্য মোঃ আবুল বাশার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনীসহ  বিভিন্ন বেসরকারি ও সরকারি  প্রতিষ্ঠানের কর্মকর্তারা, আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ।  পরে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলা মাঠে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং  ১০৩ জন শিশুর মুজিবকোট  পড়ে একসঙ্গে কেক কাটা অনুষ্ঠান । এরপর  বেলুন ও কবুতর উড়ানো হয়।পরে মাঠের মঞ্চে  শিশু  সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও   দিনভর নানা আয়োজন ছিল।

Daily Frontier News