Daily Frontier News
Daily Frontier News

আগামীকাল কাজী জাফর আহমেদ এর ৭ম মৃত্যুবার্ষিকী

 

  • ফ্রন্টিয়ার.নিউজ ডেস্ক রির্পোটঃ- 

রাজনীতিবিদ জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৭শে আগস্ট। সাবেক এ শ্রমিক নেতার মৃত্যুবার্ষিকীতে আগামীকাল শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চিওড়া কাজী বাড়িতে মরহুমের কবর জেয়ারাত, দোয়া মাহফিল, স্মরণ সভাসহ নানা কর্মসূচী পালিন করা হবে। দোয়া মাহফিল ও স্মারণ সভায় মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মী, সংবাদ কর্মীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন কাজী জাফর আহমেদ এর ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা।
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার প্রখ্যাত চিওড়া কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর রয়েছে ৬০ বছরের এক বর্ণাঢ্য ও বৈচিত্রময় রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। ভাষা আন্দোলনের মাধ্যমে তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। ১৯৫৫ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেন। রাজনীতিকে যোগদানে প্রথমে তিনি রাজশাহী জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম সম্পাদক এবং রাজশাহী কলেজ সাহিত্য মজলিশের মুখপত্র, সাহিত্যিকীর সম্পাদক হিসেবে তাঁর কর্মময় রাজনীতিতে পদচারণা শুরু করেন। কাজী জাফর আহমদ ১৯৫৯-১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। বিভিন্ন সময়ে তিনি ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬২-১৯৬৩ সালে অবিভক্ত পূর্ব পাকিস্থান ছাত্র ইউনিয়নের (এপসু) সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে সামরিক শাসন ও শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে কাজী জাফর আহমদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৭২-১৯৭৪ সালে মাওলানা ভাসানির দল ন্যাশনাল আওয়াামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক ছিলেন। ন্যাপ ছেড়ে পরবর্তীতে ১৯৭৪ থেকে ১৯৮৬ সালে তিনি ইউনাইটেড পিপলস্ পার্টির (ইউপিপি) প্রথমে সাধারণ সম্পাদক ও পরে চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে জাতিয় পার্টির সরকারে তিনি একাধারে পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতিয় পার্টি সরকারের বানিজ্য মন্ত্রণালয়, বন্দর-জাহাজ ও নৌ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা এবং সর্বশেষ ১৯৮৯-৯০ সালে বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কাজী জাফর আহমেদ ১৯৮৯-৯০ সালে সংসদীয় দলের নেতা এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী’র দায়িত্ব পালন করেন। ১৯৮৬-৯৬ সালে জাতীয় পার্টির সংসদীয় দলের উপনেতা ছিলেন কাজী জাফর।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে মতবিরোধে তিনি ২০১৩ সালে জাতীয় পার্টি (জাফর) নামে নতুন দল গঠন করেন। এরপর ২০১৪ সালের ২৫ জানুয়ারীর নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন। নবগঠিত দলটির চেয়ারম্যান হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। বর্ণাঢ্য এ রাজনীতিবিদ ২০১৫ সালের ২৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Daily Frontier News