Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে মায়ানমারের নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ রোধে বিশেষ নিরাপত্তা সভা

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

২ জুন বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলা ‘প্রশাসনের উদ্যোগে ভারত হতে বাংলাদেশে মায়ানমারের নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ রোধে উপজেলা পর্যায়ে বিশেষ নিরাপত্তা সভা’উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ছামিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাসেম মাস্টার, বুড়িচং থানার এস আই বলাই, নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদির(শংকুচাইল বিওপি) , হাবিলদার মোঃ ইমরুল আজাদ (খাড়েরা বিওপি) সহ আরো অনেকে।
সভায় অবৈধভাবে ভারত থেকে কোনো ভাবেই যেনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সেদিকে জোর প্রদান করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন সকল পুলিশ, বিজিবি, স্হানীয় চেয়ারম্যান, মেম্বার সহ সচেতন লোকজনকে এ বিষয়ে অবগত থাকার জন্য বিশেষ ভাবে আহবান করেছে। তিনি বলেন সীমান্ত এলাকায় কোনো অপরিচিত লোকজন দেখলে তাদের পরিচয় জানতে হবে। এবং মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও রোহিঙ্গা বিষয়ক তথ্য জানা থাকলে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগীর প্রধান গন উপস্থিত ছিলেন।

Daily Frontier News