বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে:-
হবিগঞ্জের নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নবীগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১১ জুন) শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেনশন ইউনিটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বাস্তবায়ন পরিবর্তনের নানান দিক তুলে ধরে সারা দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এর পূর্বে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে প্রশিক্ষণের নানা দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
উদ্যোগগুলো হলো ১.পল্লী সঞ্চয় ব্যাংক ২. আশ্রয়ণ প্রকল্প ৩. ডিজিটাল বাংলাদেশ, ৪. শিক্ষাসহায়তা ৫. নারীর ক্ষমতায়ন ৬. ঘরে ঘরে বিদ্যুৎ ৭. কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ ৮. সামাজিক নিরাপত্তা ৯. বিনিয়োগ বিকাশ ১০. পরিবেশ সুরক্ষা।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ সহ আরো অনেকেই।
এ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীবৃন্দ অংশ নেন ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics