Daily Frontier News
Daily Frontier News

সরাইলে চাইনিজ বার টিভি কাপ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত।

 

মো. রুবেল মিয়া

“মাদক কে না বলুন” শ্লোগান কে সামনে রেখে, উৎসবমুখর পরিবেশে সরাইলের কালীকচ্ছ ইউনিয়নে “ধরন্তি চাকসার চাইনিজবার টিভি কাপ” ফুটবল টুর্নামেন্ট ” ফাইনাল খেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ধরন্তি হাজি পোল্ট্রি একাদশ বনাম কালীকচ্ছ নবতরুন স্পোর্টিং ক্লাব।ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম।

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে স্থানীয় ধরন্তি চাকসার চাইনিজবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্যোগে সরাইল – নাসিরনগর আঞ্চলিক সড়কের কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি চাকসার উত্তর পাড়া এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। ১-০ গোলে কালীকচ্ছ নবতরুন স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

স্থানীয় এলকার সমাজসেবক মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন, এতে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগ নেতা সৈয়দ কাউছার আহম্মেদ, কালীকচ্ছ ইউপি ৩ নং ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান, কালীকচ্ছ ইউপির সংরক্ষিত ১ আসনের সদস্য মোছাঃ জায়েদা বেগম ও ২ আসনের সদস্য পারভিন আক্তার, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান (মানিক) ও দপ্তর সম্পাদক সেলিম মিয়া, কালীকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন ভূঁইয়া, কালীকচ্ছ ইউপির ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল কাশেম, সমাজকর্মী এমএ ভূইয়া হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাকির মিয়া প্রমুখ। খেলাটি সঞ্চালনা করেন স্থানীয় এলাকার অন্তর হোসেন ও আতিকুর রহমান (হেলু মিয়া)।

Daily Frontier News