বঃ ছাত্তার মিয়া নরসিংদীঃ
নরসিংদী জেলাতে উদ্বোধন হয়েছে শীতকালীন মেলা
আয়োজনেঃ নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা
উদ্বোধনি অনুষ্ঠানে
#প্রধান_অতিথিঃ
জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান
জেলা প্রশাসক ও সভাপতি নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা
বিশেষ_অতিথিঃ
জনাব কাজী আশরাফুল আজীম
পুলিশ সুপার নরসিংদী জেলা,
সহ-সভাপতি নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার,
জনাব মোঃ জিএম তালেব হোসেন
সভাপতি, নরসিংদী জেলা আওয়ামী লীগ,
জনাব পীরজাদা কাজী মোহাম্মদ আলী
সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামী লীগ,
আমজাদ হোসেন বাচ্চু
মেয়র নরসিংদী পৌরসভা,
জনাব আফতাব উদ্দিন ভূঁইয়া
চেয়ারম্যান নরসিংদী সদর উপজেলা পরিষদ,
,শাহিনুর ইসলাম ভূঁইয়া
সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা
আরো উপস্থিত ছিলেন সম্মানিত ব্যক্তিগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে
নরসিংদী_জেলা_কারাতে এসোসিয়েশনের
সকল কারাতে খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics