মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফাইনাল প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট দক্ষিণ শ্যামপুর আলী নেওয়াজ ভূইয়া কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে পীর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক বনাম সাদকপুর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক। এতে পীর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চ্যাম্পিয়ান হয়। অপর দিকে বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফাইনাল প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহণ করে পীরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা বনাম উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা। এতে আবারও পীরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চ্যাম্পিয়ান অর্জন করে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের এবং খেলা পরিচালনা সার্বিক দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবু মোতালেব, জনতা ব্যাংক কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ চৌধুরী, বুড়িচং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউপি সদস্য যথাক্রমে মোঃ মাহাতাবুর রহমান ভূইয়া, মোঃ নজরুল ইসলাম ভূইয়া, মোঃ জামাল হোসেন, প্রদান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আলী আহাম্মদ, প্রধান শিক্ষক নাছিমা বেগম, প্রধান শিক্ষক লাভলী আক্তার, প্রধান শিক্ষক আলেয়া আক্তার, সহকারী শিক্ষক যথাক্রমে তফাজ্জল হোসেন, আব্দুল আলিম, জসিম উদ্দিন, জিয়াউর রহমান, শাহানা আক্তার, কোহিনূর আক্তার, সুমী আক্তার, সুর্বনা আক্তার, আয়শা বেগম, এম ময়নাল ফকির, আব্দুর রহমান, জহিরুল হক প্রমুখ।
খেলা শেষে অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics