আল আমিন সরদার স্টাফ রিপোর্টার:-
সাতক্ষীরা জেলা পাটকেলঘাটা ও তালা মিনিস্টার শোরুমের ও একতা সংঘের যৌথ উদ্যোগে তালার বালিয়াদাহ হাইস্কুল মাঠে ১৬ দলীয় কোয়ার্টার ফাইনালের ১ম রাউন্ডের ফুটবল খেলা সোমবার বিকাল ৫ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ১৬ দলীয় ফুটবল খেলায় খান আজিবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের ডিএম, সাতক্ষীরা উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাসানুর রহমান হাসান।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রিয়াদ হোসেন, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক আবু হোসেন আকাশ, সংবাদিক ফায়সাল ইসলাম, মেম্বার ফারুক হোসেন প্রমুখ।সার্বিকভাবে খেলাটি পরিচালনা করেন বালিয়াদাহ একতা সংঘের সভাপতি মোল্যা রেজওয়ান, জাকির হোসেন লাবু, সাধারণ সম্পাদক রিপন কাগুচী, জাকির হোসেন, জব্বার, বাপ্পি, কামরুল, রানা, জাকির, ইমরান, জাহিদ, সাগর প্রমুখ।
সাতক্ষীরা ঘোনা ফুটবল একাদশ ৪-০ গোলে তালা সাগর ফিস ফুটবল একাদশ হারিয়ে বিজয়ী লাভ করে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics