তানজিনা আক্তার উর্মি
বান্দরবান সেনা জোনের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে ৪মার্চ-২০২৩ শনিবার সকাল ১০টায়
আয়োজন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা একটি সম্প্রীতির জেলা। ধর্ম,বর্ণ,জাতি নির্বিশেষে সকলেই একত্রে নিরবিচ্ছিন্নভাবে বসবাস করে যাচ্ছে। এমনকি প্রশাসন ও জনসাধারণের মধ্যেও আত্মিকভসম্পর্কের ছোঁয়া পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন কর্তৃক সম্প্রীতির বন্ধন কে আরো দৃঢ় করার লক্ষ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এছাড়াও সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, মো: তারিকুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলা, এছাড়াও সেনা জোনের অন্যান্য অফিসার্স, পুলিশ অফিসার্স সহ দূরদূরান্ত হতে আগত খেলোয়াড়গণ।
উক্ত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে দুইটি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় বাংলাদেশ পুলিশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভার শেষে ০৮ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী দল ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ০৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করতে সক্ষম হয়। ৬১ রানের বড় রানের ব্যবধানে বাংলাদেশ পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনীর সর্বদা দেশ ও দশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি জনসাধারণ ও প্রশাসনের সাথে সুসম্পর্ক ও সম্প্রীতির উন্নয়নে কাজ করছে। আজকের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হলো। বর্তমানের নেয় ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics