Daily Frontier News
Daily Frontier News

বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 

 

তানজিনা আক্তার উর্মি

 

বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট। রবিবার ৫ মার্চ সকালে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রশীদসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের সাথে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের খেলা অনুষ্ঠিত হয় আর খেলায় টস জিসে প্রথমে ব্যাট শুরু করে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল।

আয়োজকেরা জানান, এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট দল অংশগ্রহণ করছে এবং আগামী ১২ই মার্চ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

Daily Frontier News