Daily Frontier News
Daily Frontier News

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ-

খুলনা ডুমুরিয়ার
মাগুরাঘোনায় ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত হয় মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৯ জুন সকাল ১১ টায় বেতাগ্রাম স্কুল মাঠে ।

উক্ত টুনামেন্টে সভাপতিত্ব করেন, শেখ রফিকুল ইসলাম হেলাল, চেয়ারম্যান মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ।

উপস্থিত ছিলেন, সদস্য সচিব রেক্সোনা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ডুমুরিয়া উপজেলা। আরে উপস্থিত ছিলেন, ২২ নম্বর বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্চীতা দাস, সহকারি শিক্ষক মাসুম বিল্লাহ,শিক্ষক জিন্নাত আলি, শিক্ষক শিবপদ, শিক্ষক ইমরান হোসেন, মাগুরাঘোনা ক্যাম্পের এ এস আই বিল্লাল, মাগুরাঘোনা সদর ওর্ডের মেম্বার মোহাম্মাদ আলি সানা, মাগুরাঘোনা ১ নম্বর ওর্ডের মেম্বর মোঃ মাহাবুর রহমান, মাগুরাঘোনা ২ নম্বর ওর্ডের মেম্বর মোঃ সরদার মতিয়ার রহমান প্রমুখ।

একই দিনে বালক এবং বালিকা ২ টা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ফাইনাল খেলার গৌরব অর্জন করে বেতাগ্রাম সরকারি বিদ্যালয়ের বালক ও বালিকা শাখা। খেলায় মুখোমুখি হয় শক্তিশালী বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক, বালিকা শাখার সাথে শক্তিশালী উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা শাখা ও মাগুরাঘোনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক শাখা। উক্ত খেলায় এককভাবে চ্যাম্পিয়ন হয় বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক শাখা ১/০ গোলে ও বালিকা শাখা ২/০ গোলে। বালক শাখার জয়ের জন্য একমাত্র মুল্যবান গোলটি করেন খেলার ৩৫ তম মিনিটে তানভির রহমান (সামি) ও বালিকা শাখার জয়ের জন্য ১ ম গোলটি করেন ১৭ মিনিটে মিস তানিশা আক্তার ও ২ য় গোল টি করেন খেলার ৪০ মিনিটে তৃপ্তি রানি শিমরানি। টোটাল ম্যাচে টাইম ছিলো ৫০ মিনিটের । উভয় ম্যাচ পরিচালনা করেন, মাষ্টার স, ম নাজমুল বারী। সহকারি পারিচালনায় ছিলেন, মোঃ হফিজুর রহমান ও রবিউল ইসলাম।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,
সদস্য সচিব রেক্সোনা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,

Daily Frontier News