Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটায় ৮ দলীয় গাদন খেলার ফাইনাল অনুষ্ঠিত।

 

সাতক্ষীরা প্রতিনিধি॥

পাটকেলঘাটার যুগিপুকুরিয়া যুব সংঘের আয়োজনে ৮ দলীয় গাদন খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টায় যুগীপুকুরিয়া সখিনার মোড় সংলগ্ন শিশু বাগানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলায় অংশগ্রহণ করেন। কলারোয়ার কাসেমপুর একাদশ ও ধুলিহরের মেল্লেকপাড়া একাদশ, খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আল মামুন হোসেন। সাংবাদিক আবু হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা রাইহান হুসাইন ইকরামুল এর সঞ্চালনায়, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাফ্ফর রহমান, ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ৩নং সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু প্রমুখ।
খেলায় কাসেমপুর একাদশকে ২-০ গাদন ঘরে মেল্লেকপাড়া একাদশ পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে ১০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৮ হাজার প্রাইজমানি দেওয়া হয়। উক্ত খেলাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় জমে।

Daily Frontier News