Daily Frontier News
Daily Frontier News

পটুয়াখালীতে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপে লতিফ স্কুল চ্যাম্পিয়ন

 

মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ

পটুয়খালী পিডিএসএ মাঠে বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির আয়োজনে ও পটুয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আঞ্চলিক পর্যায় বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ খেলায় পটুয়াখালী জেলা দলের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী ৩-০ গোলে বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ ২১ মে শনিবার পিডিএসএ মাঠে অনুষ্ঠিত খেলা শুরুর ৫ মিনিটে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী ১১ নং জার্সিদারী বায়জিদ প্রথম এবং ১৫ ও ৫২ মিঃ দুটি গোল করেন ১০ নং জার্সিদারী তারেক রহমান। তারেক রহমান একা দুটি গোল করায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন। খেলায় ব্যাপ্টিস্টের তুহিন ও লতিফ স্কুল দলের রিসাত খেলার নিয়ম ভঙ্গ করায় দুজনকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন রেফারী ইকবাল হোসেন।
খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশীপ ও রানার্সাপ ট্রুপি প্রদান করপন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলুশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম ও পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, জেলা রেফারী এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী জামাল পারভেজ, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় দলের কোচ জুম্মন, ম্যানেজার মোঃ রায়হান তালুকদসর ও শরীর চর্চ্চা শিক্ষক মোঃ মিলন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাদল হালদারসহ অন্যান্য সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বাফুফের প্রতিনিধি সাবেক ফুটবলার মোঃ সেলিম। উপস্থিত ছিলেন রেফারী মোস্তাক হোসেন মিঠু, মফিজুর রহমান সোহেল, ইকবাল হোসেন,তারেক মাহমুদ ও রাহুল।
পটুয়াখালী মিউনিসিপ্যাল সেমিনারীর দলের হয়ে খেলেছেন শুভ ব্যাপারী, মোঃ শাহিন, মোঃ রিসাত, অনিক, সাইফুল, শুভ ব্যানার্জী, তারেক, ইমরান, নোমান, বায়জিদ, শাহিন। বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় দলে খেলেছেন-সফিউল্লাহ, তাজবির, রিদান, রাকিব, আশিকুর, সাহাদাত, তুহিন, শিপন, রাজু, খাইরুল, হৃদয়।
উক্ত খেলায় বরিশাল বিভাগের ৬ টি জেলার হয়ে ৬ টি স্কুল অংশগ্রহন করে। এ খেলায় ধারা বিবরনীর দায়িত্বে ছিলেন ইরতেজা হাসান মনির।

Daily Frontier News