মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ
পটুয়াখালী জেলা পর্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা(অনূর্ধ্ব-১৭) দুটিতেই পটুয়াখালী পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ ৩০ মে সোমবার পিডিএসএ মাঠে প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা(অনূর্ধ্ব-১৭)
পটুয়াখালী পৌরসভা বালিকা দল পটুয়াখালী সদর বালিকা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনূর্ধ্ব-১৭) পটুয়াখালী পৌরসভা বনাম গলাচিপা উপজেলা দলের মধ্যে প্রতিযোগিতা হয়। এ খেলায় পটুয়াখালী পৌরসভা দল ৪-০ গোলে গলাচিপা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পুয়ন অর্জন করে পৌরসভা বালক দল। খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পটুয়াখালী-১ আসনের সাংসদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ আসনের সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন শাহ, পৌরসভা মেয়ট মহিউদ্দিন আহমেদের প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার আশিষ কুমার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনম আমিনুল হক মামুন, চ্যাম্পিয়ন দলের কোচ ম্যানেজার রেজাউল করিম সোয়েবসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত খেলায় বালক ও বালিকা এর শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে পুরস্কার গ্রহন করেন পটুয়াখালী পৌরসভা দলের আরিফ ও স্বর্না, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গ্রহন করেন পৌরসভা দলের নিশাত ও বালিকা সোনিয়া।
উক্ত টুর্ণামেন্টে জেলার ৮টি উপজেলা ও পটুয়াখালী পৌরসভা দল অংশগ্রহন করে।
এ সময় অতিথিবৃন্দ, বিভাগীয় পর্যায় চ্যাম্পিয়ন ট্রুপি অর্জন করে পটুয়াখালী জেলার গৌরব অর্জনের জন্য প্রস্তুতি গ্রহনের জন্য খেলোয়ারদের পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। রেফারী ছিলেন মোঃ রেজাউল করিম, জামাল পারভেজ, মনির, বাদল, ধারা বিবরনীতে ছিলেন আমিনুল ইসলাম সিরাজ ও এইচ এম সোহাগ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics