সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ সোহাগ রানা, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম। তাছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে একাদশ (বালক) ১-০ গোলে পূর্বভাগ মডেল উচ্চ বিদ্যালয় একাদশকে পরাজিত করে বিজয়ী হয় এবং আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় একাদশ (বালিকা) ট্রাইব্রেকারে বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ একাদশকে ১ গোলে পরাজিত করে বিজয়ী লাভ করেন। তাছাড়াও দৌড়, সাঁতার, দাবা সহ ২০ টি এভিন্টের খেলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সভাপতি,অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics