মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।
খুলনা ডুমুরিয়ার চুকনগর সম্মিলিত পরিষদ আআয়োজিত
১৬ দলিয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন হয় ১০ অক্টোবর বিকাল ৪ টায় চুকনগর রহেল স্পটিং ফুটবল মাঠে।
উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল এ বি এম সফিকুল ইসলাম, চুকনগর ডিগ্রী কলেজের বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনিরুল ইসলাম ( ব্রউন) প্রভাষক জি এম
ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম। প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ। সংরক্ষীত মহিলা মেম্বর মাসুরা আক্তার জলিল,সদর ওর্ডের মেম্বর আলাউদ্দিন (মালি), রবিউল ইসলাম (রিপন), প্রসান্ত রায়, আবুল কালাম আজাদ (মিতু) প্রমুখ।
উদ্বোধনি খেলায় মুখোমুখি হয় নওয়াপাড়া ইমরান ফার্নিচার বনাম ডুমুরিয়া সিমি এন্টারপ্রাইজ।
ধারাভাষ্যকার হিসাব ছিলেন, জাকির হোসেন মিল্টন, মহিরউদ্দিন (মাহি)
পুর্ন ম্যাচ পরিচালনা করেন মাষ্টার স ম নাজমুল বারী, নাজমুল ইসলাম, জসিমউদ্দিন। ডুমুরিয়া সিমি এন্টারপ্রাইজ নওয়াপাড়া ইমরান ফার্নিচারকে ৫ – ০ গোলে পরাজিত করে জয়লাভ করে। ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হয় এবং প্রথম গোলদাতা হিসাবে পুরষ্কার লাভ করে ডুমুরিয়া সিমি এন্টারপ্রাইজের প্লেয়ার পুষ্কক।
এ সময় বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেয় ,মনিরুল ইসলাম ( ব্রউন), জি এম ফারুক হোসেন, গোবিন্দ কুমার ঘোষ, রবিউল ইসলাম (রিপন) মেহেদী হাসান (বাবলু)
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics