মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।
খুলনার চুকনগরে বাস-মিনিবাস-ট্রাক সমিতি ফুটবল একাদশ বনাম মাইক্রোবাস-প্রাইভেট সমিতি ফুটবল একাদশের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নরনিয়া সমাজ কল্যাণ বুড়িভদ্রা ফুটবল মাঠে খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়ন (রেজিনং-১১১৪)এর সভাপতি মোঃ জাহিদ হাসান, খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়ন (রেজিনং-১১১৪) এর সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিপ্লব, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৬২২) এর সভাপতি মোঃ সেলিম শেখ, কেনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ এজিএম মোঃ মাসুদ মিয়া, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ( রেজি নং-২২৭) এর সভাপতি মোঃ আজিজুল আলম মিন্টু, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২৭) এর সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা মিঠু, সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ভিআইপি (রেজি নং-১২৭৫) এর সাধারণ সম্পাদক মোঃ শাহিনের রহমান শাহিন, সাতক্ষীরা জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৫৫০) এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
এসময়ে আরও উপস্হিত ছিলেন, চুকনগর যৌথ দূর্ঘটনা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ লিয়াকত হোসেন মোড়ল, খুলনা বিভাগীয় মটর মটর শ্রমিক ইউনিয়ন আঠারমাইল শাখার সভাপতি মোঃ আব্দুল মজিদ গাজী, খুলনা বিভাগীয় মটর মটর শ্রমিক ইউনিয়ন আঠারমাইল শাখার সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান মতি, চুকনগর শ্রমিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম রাজু, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চুকনগর শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি গাজী ফারুক হোসেন, সার্বিক পরিচালনায় চুকনগর যৌথ দূর্ঘটনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গৌতম ঘোষ, সৌজন্যে কেএনবিএস।
মোট খেলা হয় ৯০ মিনিট, উক্ত খেলায় ট্রাকশ্রমিক ইউনিয়ন-৪-১ গোলে প্রাইভেট,মাইক্রোবাস শ্রমিককে পরাজিত করে।
অনুষ্ঠানে প্রধান অথিতি চুকনগর হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিজয়ী ট্রাকশ্রমিক ফুটবল একাদশকে বাজাজ পালসার ১৫০ সিসি মটরসাইকেল ও রানারআপ পাইভেট-মাইক্রোবাস ফুটবক একাদশকে বাজাজ ডিসকাভার ১২৫ মটরসাইকেল বিতরণ করেন ।
খেলার ধারা ভাষ্য বিবরনারীতে ছিলেন ড্রাইভার মোঃ শাহিনুর রহমান লালন ও মোঃ জিন্নাত আলী। উক্ত খেলায় সার্বিক পরিচালনায় করেন মোঃ বিল্লাল হোসেন, সহকারী ছিলেন মোঃ মনিরুল ইসলাম ও অফুয়ান মোড়ল। হাজার হাজার দর্শক উক্ত খেলাটি উপভোগ করেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics