Daily Frontier News
Daily Frontier News

চান্দিনায় কিশোর- কিশোরী ক্লাব এর ছাত্র- ছাত্রীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লার চান্দিনায় মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন কিশোর – কিশোরী ক্লাব এর ছাত্র- ছাত্রীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায় এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইব্রাহিম হামিদ শাহিন, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ অধ্যাপক গৌতম কুমার দেব, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীহারীকা দাস।

এরপর উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল মহোদয় চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর – কিশোরী ক্লাব এর বিজয়ী ছাত্র – ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Daily Frontier News