Daily Frontier News
Daily Frontier News

ঘাটাইল উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ-

 

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন সাংগ্রামপুর ইউনিয়ন তথা নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ জুন,২০২২ ইং তারিখ বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুবি খানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও সংবর্ধনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, ঘাটাইল উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, ঘাটাইল উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ এমরান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান সোহাগ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগ্রামপুর ইউনিয়ন তথা বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান (হবি)। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সহ সর্বস্তরের জনগন।

Daily Frontier News