Daily Frontier News
Daily Frontier News

সরাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

মো. রুবেল মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২২-২০২৩ অর্থবছরে ২০২৩-২৪ / খরিপ -২ মৌসুমে রোপা আমন উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

(৬ই জুলাই) বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১১শত উপকারভোগীদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো. একরাম হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নার্গিছ আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন। এতে উপস্থিত ছিলেন উপজেলার উপ-সহকারি উদ্ভিদ (সংরক্ষণ) কর্মকর্তা স্বপন কুমার দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস, সমাজ উন্নয়ন সংস্থা (সুক) এর পরিচালক মুমিন হোসেন প্রমুখ।

Daily Frontier News