মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের ২৫ বিঘা জমিতে প্রথমবারের মতো আউশ চাষ করা
হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এর
সহযোগিতায় উক্ত উধ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। সম্প্রতি আউশের মাঠটি ঘুরে
দেখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লাভজনক আউশ আবাদে কৃষকদের উদ্বুদ্ধ
করতে প্রথমে কৃষকদের দলবদ্ধ করে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভার
সিদ্ধান্ত ও গ্রহীত পরিকল্পনার ভিত্তিতে ১৬ কৃষকদের মাঝে ৫ কেজি করে রি
ধান৪৮ জাতের বীজ বিতরণ ও আধুনিক ধান চাষের উপর কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়। সম্মিলিত প্রয়াসে অনাবৃষ্টি ও নানা প্রকৃতিক দুরূযোগ সত্ত্বেও কৃষকেরা ভালো
ফলনের স্বপ্ন দেখছেন। ইতিমধ্যে ধানের থোর আসতে শুরু করেছে।
স্থানীয় কৃষক মোমিনুল ইসলাম, ইউনুস মিয়া ও সিরাজুল ইসলামের কাছে জানতে চাওয়া
হলে তারা জানান, কৃষি অফিসের অফিসারদের উ সাহে এবার আউশ রোপণ করেছেন
তারা। আগে কখনো আউশ আবাদ করতে দেখেননি তারা। অনেকেই দেখাদেখি নিজ থেকে
বীজ কিনে ও হালি চারা কিনেও রোপন করেছেন।
মৌসুমি পতিত জমিতে আউশ আবাদ বৃদ্ধির উদ্দোগ গ্রহণকারী অতিরিকৃত কৃষি
অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, বৃষ্টির পানিতে চাষ হয় বিধায় আউশ ধান আবাদের
খরচ তুলনামূলক কম। ভূগর্ভস্থ পানি সংরক্ষণের কৃষেরেও আউশ আবাদ
পরিবেশবান্ধব। গত মৌসুম থেকে বুড়িচং উপজেলায় বিভিন্ন গ্রামের মৌসুমি পতিত
জমিতে আউশ আবাদ সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত আছে। হরিপুর গ্রামের মাঠটি
তার একটি সাফল্য। গত বছর ৪১০০ হেক্টর জমিতে আউশ অর্জন হয়েছিল। এ বছর
তা বেড়ে দাড়িয়েছে ৪৩১০ হেক্টর।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics