মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উপজেলার পশ্চিমসিংহ গ্রামে এক একর জমিতে
বাণিজ্যিক ড্রাগন বাগান গড়ে উঠেছে। বাগানটি দ্বিতীয় বছরে পা দিয়েছে, বর্তমানে ফল সংগ্রহ
চলছে। এ বছর এখন পর্যন্ত ৩ লক্ষ টাকার অধিক মূল্যের ড্রাগন ফল বিক্রি করেছেন কৃষি
উদ্যোক্তা মো. শাহ ইসরাইল। এ বছর বিনিয়োগের টাকা তুলে আনার প্রত্যাশা করছেন তিনি।
বাগান ঘুরে দেখা গেল ডালে ফল ফোটার অপেক্ষা করছে বিশালাকার ড্রাগন ফুল৷ উদ্যোক্তা
জানালেন আজ রাতেই বেশ কিছু ফুল ফুটবে। ভালো ফলন নিশ্চিত করতে হাত পরাগায়ন করবেন রাতে।
গতকাল রাতে ৭০ টি ফুল ফুটেছিল। বেশ কিছু ফুলের লাল লাল কলি ডাল গুলোতে উকি দিছে।
কৃষক মো. শাহ ইসরাইল জানান, লাভজনক ড্রাগন চাষের কথা জানতে পেরে গত বছর ২ বিঘা
জমিতে বাগান শুরু করেন, নাম দেন “সেবা এগুরো ফার্ম “। কিছু প্রতিবন্ধকতা দেখা দিলে উপজেলা
কৃষি অফিসে যোগাযোগ করলে শুরুতে
উপ সহকারী কৃষি অফিসার মোছা. মনোয়ারা বেগম বাগানে এসে পরামর্শ প্রদান করেন৷
কিছুদিন পর থেকে বাগানটি নিয়মিত তত্ত্বাবধান করে আসছেন কৃষি
সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায়। ইতিমধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের একাধিক
কর্মকর্তা বাগানটি পরিদর্শন করেছেন। বর্তমানে বাগানের পরিধি এক একর।
কৃষিবিদ বানিন রায় জানান, কুমিল্লা জেলার জন্য ড্রাগন বেশ লাভজনক ফল। কারণ, এ অঞ্চলের
মানুষের ক্রয় ক্ষমতা অন্যান্য অনেক জেলার থেকে বেশি। তাছাড়া ফলটির বাজার মূল্য ভালো।
বাগানটিতে সকল কারিগরি সহায়তা আমরা দিয়ে আসছি। ইতিমধ্যে বাগানটির সফলতা দেখে আরো
কয়েকটি নতুন ড্রাগন বাগান গড়ে উঠছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics