Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ীতে দিনব্যাপী চলছে কৃষি মেলা

 

রবিউল ইসলাম শেরপুর প্রতিনিধি

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৮,৯ও ১০তারিখ এই তিনদিন চলবে নালিতাবাড়ীর কৃষিমেলা এবং আজ দ্বিতীয় দিন।তিন দিনব্যাপি এই কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার।

ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগীতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।
অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, মওদুদ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মেলার উদ্বোধন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক নারী ও শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলের গাছ বিনামূল্যে বিতরণ করা হয়। মেলায় মোট ২০টি স্টল অংশ নিয়েছে।

Daily Frontier News