Daily Frontier News
Daily Frontier News

আধুনিক প্রযুক্তির মাধ্যমেই সিলেট অঞ্চলের কৃষির উন্নয়ন ঘটাতে হবে – কৃষিবিদ হাবিবুর রহমান চৌধুরী

 

সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

বাংলাদেশ কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান চৌধুরী বলেছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমেই সিলেট অঞ্চলের কৃষির উন্নয়ন করতে কাজ চলছে, এতে ফলন বৃদ্ধি পাবে। কৃষকদের সংগঠিত করে আধুনিক প্রযুক্তির ব্যবহার করেই কৃষি কাজ করার আহ্বান জানান। কারণ সরকারও চাচ্ছে বাণিজ্যিক কৃষি । অধিক ফলনশীল জাতের আবাদ বাড়াতে হবে। পতিত জমি ব্যবহারের আওতায় নিয়ে আসতে হবে। দেশের প্রতি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে এবং এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে প্রধানমন্ত্রীর এই নির্দেশ পালন করারও আহ্বান জানান।

১৯ আগষ্ট শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ইনস্টিটিউট সুনামগঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষির উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক জেলা কর্ম শালা ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর পরিচালক কৃষিবিদ জয়নাল আবেদীন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ আনোয়ার হোসেন খান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বারটান ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ আব্দুর রাজ্জাক। প্রকল্প উপস্থাপন ক‌রেন কৃষিবিদ মোঃ রকিব উদ্দিন।

এছাড়াও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য উপস্থাপন ক‌রেন বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা গণ।

Daily Frontier News