রিপোর্টার মোঃ শাহাবুদ্দিনঃ-
কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা, পাট গবেষণা ইনস্টিটিউটে গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর দুইদিন ব্যাপি হলদিবাড়িয়া গ্রামের পল্লী চিকিৎসক ও সফল কৃষক মোঃ মনজুরুল আলমের নেতৃত্বে ৭০ জন কৃষক পরিবারের ছেলে মেয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন । পাখিমারা পাঠ গবেষণা ইনস্টিটিউট হল রুমে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জলবায়ু পরিবর্তন কর্মসূচি, ব্র্যাক আয়োজিত ডিজিটাল কৃষি প্রশিক্ষণ ও টেকসই খামার ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে তরুণ প্রজন্মকে ডিজিটাল কৃষি প্রযুক্তির ব্যবহার ও কৃষি সেবায়ে মোবাইল অ্যাপস ব্যবহার করে কৃষির নানা বিষয় জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রকৃত কৃষকদের কৃষি সেবা সমূহ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্র্যাক নানামুখী প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নিজাম আতিকুল্লাহ,সেক্টর স্পেশালিস্ট জলবায়ু পরিবর্তন কর্মসূচি, ব্র্যাক বিশেষ অতিথি জনাব মোঃ আরিফুল হক,জনাব মোঃ মুশফিকুর রহমান, জনাব মোঃ ইমরান হোসেন প্রোগ্রাম অর্গানাইজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি, ব্র্যাক। খাদ্য চাহিদা মেটাতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের মোবাইল অ্যাপস ব্যবহার করে ঘরে বসেই কৃষির নানা বিষয় সেবা নিতে পারবে। একটি স্মার্ট ফোন ব্যবহারের মাধ্যমে একজন কৃষক কৃষির বিষয়ে নানান পরামর্শ ও সেবা পেয়ে থাকে। কৃষি ক্ষেত্রে কৃষির রোগ বালাই দমন ও কীটনাশক ব্যবহারে যুব উপযোগী সমাধান দেয়া হয়। এ বিষয় সেন্ট্রাল স্পেশালিস্ট নিজাম আতিকুল্লাহ বলেন ডিজিটাল কৃষি সেবা কৃষকের দোরগোড়া পৌঁছে দিতে কৃষক তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে কৃষির সব ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল কৃষকদেরকে ডিজিটাল কৃষি প্রশিক্ষণের আওতায় আনা হবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics